প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

Plan

সর্বশেষ:

Latest news

পঠভূমি

১৯৩৭ সালে স্পেনের গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্থ শিশুদের সাহায্যার্থে প্ল্যান ইন্টারন্যাশনাল-এর আবির্ভাব ঘটে। প্ল্যান ইন্টারন্যাশনাল একটি আšতর্জাতিক মানবিক, শিশুকেন্দ্রিক উন্নয়ন সংস্থা যার কোন রাজনৈতিক, র্ধমীয় সংশ্লি¬ষ্টতা নেই এবং কোন সরকারী পরিচয় বহন করে না। ইহা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ও তালিকা ভূক্ত । বর্তমানে প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ৭০ টি দেশে কাজ করছে। প্রায় ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত প্ল্যান ইন্টারন্যাশনাল শিশুদের জন্য কর্মরত আন্তর্জতিক উন্নয়ন সংস্থাসমূহের মধ্যে অন্যতম। প্ল্যান এমন এক পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে সমাজের সকল শিশু তাদের পূর্ণ সম্ভাবনায় বিকশিত হবে এবং যে সমাজে মানুষের অধিকার ও মর্যদা সমুন্নত থাকবে। প্ল্যান ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক নিরাপত্তা ও অন্যান্য অধিকার সুরক্ষার জন্য কাজ করছে। বাংলাদেশের জন্য প্রণীত তৃতীয় কৌশলপত্রের আলোকে দুস্থ ও অসহায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্ল্যান বাংলাদেশ পিএইচআর প্রকল্প বাস্তবায়ন করছে।

ক্রমউপজেলার নামনিয়মিতঅনিয়মিতস্বেচ্ছসেবীসর্ব্ মোট
বালাগঞ্জ ও ওসমানীনগরপুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলামোট
01314226

প্রটেক্টিং হিউম্যান রাইট্স  (পিএইচআর) প্রোগ্রাম প্রকল্পের উদ্দেশ্যে
ক্স    পারিবারিক সহিংসতা ও মানবাধিকার সম্পর্কিত আইন ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা;
ক্স    পারিবারিক সহিংসতার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হ্রাসের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি;
ক্স    পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠিক বিচার ব্যবস্থা থেকে আইনী  সেবা গ্রহণের সুযোগ ও আগ্রহ সৃষ্টি ;
ক্স     পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী সহায়তা প্রদান;
পারিবারিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি;